শনিবার (১১ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
তিনি বলেন, জ্বর, সর্দি-কাশি থাকায় করোনা আক্রান্ত সন্দেহে করিমগঞ্জ উপজেলায় ছয় জনসহ জেলার অন্য উপজেলার এমন ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে ৭২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় কোয়ারেন্টিনের আওতায় পর্যবেক্ষণে রয়েছেন ২৪৮ জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১১ জন। এদের মধ্যে জেলার ভৈরব উপজেলায় ১০ জন ও কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন।
এছাড়া শনিবার ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে করোনার কোনো লক্ষণ না থাকায় ১৮ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। এনিয়ে এ জেলায় কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৭৪ জন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসআরএস