রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাদের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ পাওয়া যায়।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা আক্রান্ত পরিবারটির পাঁচ সদস্য গত ২০ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, আক্রান্তরা রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মাধাই গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত জেলা থেকে ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ২৫৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নয় জনের মধ্যে কুড়িগ্রাম সদরের চার জন, রৌমারী উপজেলার তিন জন ও ফুলবাড়ী উপজেলার একজন ও চিলমারী উপজেলার একজন। তারা সবাই জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে কুড়িগ্রামে নিজ বাড়িতে ফিরেছেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এফইএস/আরআইএস/