ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৪ জন করোনা পজেটিভ, আক্রান্ত বেড়ে ৩৭  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৪ জন করোনা পজেটিভ, আক্রান্ত বেড়ে ৩৭  

ব্রাহ্মণবাড়িয়া: গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় এক ভবঘুরেসহ চারজন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জন। 

সোমবার  (২৭এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন একরাম উল্লাহ এতথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।  
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ঢাকা থেকে আসা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর) প্রতিবেদনে চার জনের করোনা পজেটিভ এসেছে।

এদের মধ্যে জেলার বাঞ্ছারামপুরে দুইজন, আখাউড়ায় একজন ও নাসিরনগর উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, চার জনের মধ্যে দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি আইসোলেশনে আনা হয়েছে। অন্য দু’জনকে বাঞ্ছারামপুর আইসোলেশনে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।