বুধবার (৬ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একথা বলেন।
তিনি বলেন, আইইডিসিআরের নমুনা সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
‘নমুনা সংগ্রহে তৈরি করা হচ্ছে বুথ। এ কাজে সহায়তা দিচ্ছে ব্র্যাক। এ পর্যন্ত ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চারটি বুথ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনটি বুথ,শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল স্পেশাল হাসপাতালের একটি বুথ তৈরি করেছে। এছাড়া আরো বুথ তৈরির কার্যক্রম চলমান। ’
নাসিমা সুলতানা বলেন, টেস্ট সবার নাগালে যেন যায়, সেটা নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাছাড়া ওফাল গ্রুপের একটি প্রতিষ্ঠান রয়েছে। তারাও বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কাজ করছে। এদের নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ, ঢাকার তিতুমীর কলেজে একটি বুথ আছে। সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে আমরা চাইলে তাদের দিয়েও বাসা থেকে নমুনা সংগ্রহ করতে পারি।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৭৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭১৯ জনে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ০৬, ২০২০
পিএস/এএ