বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগপ্রাপ্তদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করেছেন।
এর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সকাল থেকে পঞ্চগড় কোভিড ডেডিকেটেড হাসপাতালে (মা ও শিশু কল্যাণ কেন্দ্র) যোগদানের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া শুরু করেছে জেলায় নিয়োগপ্রাপ্ত ওই ২৬ জন নার্স।
সদর হাসপাতালের হিসাব রক্ষক বদিউজ্জামান জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে আমরা শুধু মাত্র ওই ২৬ জন নতুন নার্সের কাগজপত্র জমা নেওয়া শুরু করেছি।
হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন এই ২৬ জন নার্স পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দা। এদের মধ্যে ১০ জন ঢাকার বিভিন্ন এলাকায় চাকরি করতো। বাকি ১৬ জন নতুন। তবে ঢাকা থেকে আসা ওই ১০ জনকে করোনা পরীক্ষা করে তার পর তাদের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হবে। বাকি ১৬ জন বৃহস্পতিবার (১৪ মে) থেকে কাজে যোগদান করবে।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, ওই নতুন ২৬ জনের মধ্যে যারা ঢাকা থেকে পঞ্চগড়ে কোভিড ডেডিকেটেড হাসপাতালে যোগদানের জন্য এসেছে তাদের করোনা পরীক্ষা শেষে যোগদানের বিষয়টি নিশ্চিত করা হবে। বাকিরা বৃহস্পতিবার থেকে যোগদান করবেন।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০৫, ২০২০
এনটি