ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ভারত

বাংলাদেশের সঙ্গে ক্যান্সার নিয়ে কাজ করতে আগ্রহী টাটা মেমোরিয়াল

মিজানুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বাংলাদেশের সঙ্গে ক্যান্সার নিয়ে কাজ করতে আগ্রহী টাটা মেমোরিয়াল ...

মুম্বাই থেকে: ‘বাংলাদেশ চাইলে ক্যান্সার নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী টাটা মেমোরিয়াল। তবে সেটি যদি দুই দেশে সরকারি পর্যায়ে থাকা যথাযথ প্রক্রিয়া মেনে হয়, তাহলে ভালো।

শুক্রবার (১ মার্চ) টাটা মেমোরিয়াল হাসপাতালে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেটদের (বিওয়াইডি) নিয়ে আয়োজিত আন্তর্জাতিক ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম ভারত-বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এক ডেলিগেটের প্রশ্নের উত্তরে টাটা মেমোরিয়াল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রসন্ন ভেঙ্কাটরামা বলেন, টাটা মেমোরিয়াল থেকে অনেক চিকিৎসক বাংলাদেশে ট্রেনিং দিতে যায়। সেখান থেকে অনেক চিকিৎসক এখানে আসেন। তবে আমাদের প্রতিষ্ঠান উদ্যোগী হয়ে কোনো কিছু করার সুযোগ খুবই কম।  দুই দেশের সরকার যদি চায় তাহলে টাটা মেমোরিয়াল কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, আমাদের এখানে পিএইচডি সহ পোস্ট ডক্টরেট-এ ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আগামি ডিসেম্বর সেশনে ভর্তি হওয়ার সুযোগ আছে।  

কম খরচে ক্যান্সার ট্রিটমেন্ট করানো যায় কি-না এমন প্রশ্নে ডা. প্রসন্ন বলেন, ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল। তবে তুলনামূলক কম খরচে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। কারণ আমাদের সঙ্গে বিভিন্ন এনজিও কাজ করে। সরকারও এখানে অর্থায়ন করে।  

এর আগে টাটা মেমোরিয়াল হাসপাতালে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ডেলিগেটসদের অবহিত করেন করেন ডা. প্রসন্ন ভেঙ্কাটরামা। পরে টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন ল্যাবরেটরি ঘুরে দেখেন যুব প্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ যুব প্রতিনিধিদের ১০০ সদস্যের একটি টিম ভারতে আসে। সফরে তারা দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মুম্বাইয়ে আসে প্রতিনিধি দলটি। সেখানে মহারাষ্ট্রের রাজ্য সরকারের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭১০  ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।