আগরতলা: ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে এ বছর মোট ৮৪ জন হজ-যাত্রী মক্কায় হজ করতে যাবেন।
এদের মধ্যে পুরুষ হজ-যাত্রী ৬২ জন ও নারী হজ-যাত্রী ২২ জন।
আগামী ১৭ই মে ধর্মনগরের রাজবাড়ী মসজিদে, ১৮ই মে কৈলাসহরের টিলাবাজার মসজিদে, ২০ মে আগরতলার হজ কমিটির অফিসে, ২৩ মে উদয়পুরের মসজিদে এবং ২৪ মে সোনামুড়া টাউন মসজিদে হজ-যাত্রীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের পর তাদের টিকা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ তারা হজে যেতে পারেন বলে বাংলানিউজকে জানান ত্রিপুরা রাজ্য হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার ফারুকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ১৪, ২০১৬
আরএ