ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলায় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আগরতলায় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় শুরু হয়েছে নর্থ ইস্ট রিজিওন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ সম্মেলন।

মঙ্গলবার (৩১ মে) মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা করেন সংস্থার প্যাট্রন ভারতীয় তথা পার্লামেন্টের লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর সহ উত্তরপূর্বের রাজ্যগুলির বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন বলেন, উত্তরপূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এর উন্নয়ন ছাড়া ভারতের সম্পূর্ণ উন্নয়ন সম্ভব নয়। দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার।

সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সংসদীয় গণতন্ত্রকে আরও মজবুত করা। তাই এর সুবিধা ও অসুবিধার দিকগুলি খতিয়ে দেখা উচিৎ।

নবগঠিত আসাম বিধানসভায় এখনও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচন না হওয়ায় তারা আসতে পারেননি। তবে, প্রতিনিধি যোগ দিয়েছেন। সম্মেলন চলবে ২ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।