ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলায় যাচ্ছেন মমতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আগরতলায় যাচ্ছেন মমতা

আগরতলা: ত্রিপুরায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দলের কর্মীদের সঙ্গে সভা করবেন তিনি।

চলতি বছরের ০৯ আগস্ট (মঙ্গলবার) আগরতলায় যাওয়ার কথা রয়েছে তার।

বুধবার (১৫ জুন) মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে দলের ত্রিপুরা প্রদেশ কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন দুপুরে আগরতলায় আসবেন ও রাজধানীর আস্তাবল ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন।
সভা শেষে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সব শেষে এদিন বিকেলেই ফের প্লেনে চড়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
এদিকে মমতা আগরতলায় আসার খবরে পেয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এর আগেও নির্বাচনী প্রচারে দুইবার ত্রিপুরায় এসেছিলেন তিনি। একবার আগরতলার আস্তাবল ময়দানে ও একবার দক্ষিণ জেলার শান্তিরবাজারে সভা করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।