কলকাতা: কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন রক্ষার বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ সরকার। কলকাতার মেয়রের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী।
বুধবার (২২ জুন) বাংলাদেশ উপ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
কলকাতায় দীর্ঘদিন কাটিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমান। তিনি কলকাতা মৌলানা আবুল কালাম আজাদ কলেজে পড়াশোনা করার সময় বেকার হোস্টেলে থাকতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কলকাতার বিভিন্ন বাড়িতেও দিনযাপন করেছেন বঙ্গবন্ধু।
উপ হাইকমিশন সূত্রে আরও জানা যায়, সেই সব বাড়ি ও জায়গা চিহ্নিত করে সেখানে ফলক লাগানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। কলকাতা পুরসভার পক্ষ থেকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েচে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ২২, ২০১৬
ভিএস/এএ