ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলায় গেদু মিঞা মসজিদে খেজুর বিতরণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আগরতলায় গেদু মিঞা মসজিদে খেজুর বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পবিত্র রমজান মাস উপলক্ষে জমিয়ত উলেমায়ে হিন্দ’র কেন্দ্রীয় কমিটির তরফে সারা ভারতের বিভিন্ন মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এরই অংশ হিসেবে জমিয়ত উলেমায়ে হিন্দ’র কেন্দ্রীয় কমিটি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ’র কাছে ৩ লাখ রুপি মূল্যের ৩ হাজার কেজি খেজুর দেওয়া হয়।

রাজ্যের বিভিন্ন মসজিদ, মসজিদে আসা গরিব ও দুস্থ মানুষের মাঝে এ খেজুর বিলি করা হয়।  

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আগরতলার গেদু মিঞা মসজিদে খেজুর বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয় বলে জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ’র সভাপতি মুফতি আব্দুল মুমিন।

বাকি খেজুর রাজ্যের অন্যান্য জায়গার মসজিদে বিলিয়ে দেওয়া হবে বলেও জানান মুফতি আব্দুল মুমিন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।