আগরতলা: পবিত্র রমজান মাস উপলক্ষে জমিয়ত উলেমায়ে হিন্দ’র কেন্দ্রীয় কমিটির তরফে সারা ভারতের বিভিন্ন মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এরই অংশ হিসেবে জমিয়ত উলেমায়ে হিন্দ’র কেন্দ্রীয় কমিটি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ’র কাছে ৩ লাখ রুপি মূল্যের ৩ হাজার কেজি খেজুর দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আগরতলার গেদু মিঞা মসজিদে খেজুর বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয় বলে জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ’র সভাপতি মুফতি আব্দুল মুমিন।
বাকি খেজুর রাজ্যের অন্যান্য জায়গার মসজিদে বিলিয়ে দেওয়া হবে বলেও জানান মুফতি আব্দুল মুমিন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
পিসি/