আগরতলা: আগরতলাগামী যাত্রী ট্রেন থেকে দেড় কোটি রুপি মূল্যের ব্রাউন সুগার জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ জুলাই) রাতে ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয় বিএসএফর ১৫৯ নম্বর ব্যাটালিয়নের রাগনা বিওপি’র সহকারী কমান্ডার কুলদীপ সিংহের নেতৃত্বে কয়েকজন বিএসএফ জওয়ান।
শিলচর থেকে আগরতলাগামী ট্রেনটি পানিসাগর রেলওয়ে স্টেশনে থামলে বিএসএফ জওয়ানরা ট্রেনের কামরায় তল্লাশি শুরু করেন এবং ১০ নম্বর কামরা থেকে ব্রাউন সুগার ভর্তি একটি ব্যাগ জব্দ করেন।
ব্যাগটি কামরায় সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল তাই এর সঙ্গে যুক্ত কাউকে আটক করতে পারেনি বিএসএফ। জব্দ ব্রাউন সুগারের মূল্য দেড় কোটি রুপি হবে বলে বিএসএফ সূত্রের খবর।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
আইএ