কলকাতা: কলকাতায় আয়োজিত ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’ এ ‘বেস্ট ইনোভেটিভ প্রোডাক্ট’ হিসেবে পুরস্কৃত হয়েছে ‘চলো বাংলাদেশ’ ভ্রমণ প্যাকেজটি।
রোববার (১০ জুলাই) তিনদিনব্যাপী ট্যুরিজম মেলার সমাপনী দিনে এ পুরস্কার দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, চলো বাংলাদেশ প্যাকেজটিকে ‘ভাষার টানে, শেকড়ের টানে’ ও ‘মিলন তিথি’ নামে ভাগ করা হয়েছে।
‘বাংলাদেশ ট্যুর অপারেটর’ এর অন্যতম কর্মকর্তা তৌফিক রহমান জানান, ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়টিকে সামনে রেখে মেলায় বাংলাদেশ ভ্রমণ নিয়ে প্রচারণা চালানো হয়।
‘আর পর্যটন মেলায় বাংলাদেশ ভ্রমণের বিষয়েও কলকাতার মানুষের যথেষ্ট আগ্রহ দেখা গেছে। ’
তিনি বলেন, ‘আমরা আশা করছি-আগামী তিন বছরে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশ ভ্রমণ করবেন। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ যাবে ভারত থেকে। ’
মেলা ঘুরে দেখা গেছে, বাংলাদেশ ভ্রমণে দর্শনার্থীদের বেশ আগ্রহ দেখা গেছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা কোনো প্রভাব পড়বে না।
‘বাংলাদেশ ভ্রমণের বিষয়ে আমরা আগেও যেমন উৎসাহী ছিলাম, এখনও সমানভাবেই উৎসাহী,’ বলেন কলকাতার ভ্রমণপিয়াসীরা।
গত ৮ জুলাই (শুক্রবার) থেকে শুরু হওয়া মেলার শেষ হয় রোববার।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ভিএস/এমএ