ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

খুশির জন্য আলাদা দপ্তর ভারতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
খুশির জন্য আলাদা দপ্তর ভারতে

কলকাতা: মানুষ কিসে সুখী হয় ,কিসেই বা সে খুশি থাকে!  ধর্মসভা নয় এই নিয়ে বিস্তর আলোচনা হলো ভারতের একটি রাজ্যের বিধানসভায়। আর সেই আলোচনার পর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সে রাজ্যের মানুষের আনন্দে থাকার বিষয়ে আলাদা একটি দপ্তর বানাল সরকার।

মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র এই নতুন দপ্তরের কথা জানিয়েছেন।
 
জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই দপ্তর পরিচালনার কাজ করবেন। প্রাথমিক অবস্থায় ৩ কোটি ৮০ লাখ রুপি মাইনে এবং অন্যান্য খরচ বাবদ বরাদ্দ করা হয়েছে। পরে প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে বলে জানা গেছে।
 
শুধু মাত্র রাজ্যের মানুষের আনন্দ এবং খুশিতে থাকার বিষয় নিয়ে একটি দপ্তর ভারতের ইতিহাসে প্রথম। দপ্তরের মূল লক্ষ্য হবে রাজ্যের মানুষের আনন্দে থাকার বিষয়টির দিকে নজর দেওয়া এবং তার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা।
 
জানা গেছে প্রাথমিকভাবে খেলা, মহিলাদের উন্নতি, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কাজ করবে এই দপ্তর। পরবর্তী সময়ে এই দপ্তরের গোটা পরিকল্পনা প্রকাশ করা হবে।

সাম্প্রতিক কালে গোটা বিশ্ব জুড়ে করা এটি সমীক্ষায় জানা গেছে ভুটান পৃথিবীর মধ্যে সব থেকে খুশি থাকা মানুষের দেশ। খুশির থাকা দেশের তালিকায় বাংলাদেশ ১১০ এবং ভারত ১১৮তম স্থানে রয়েছে।
 
এই অবস্থায় ভারতের বিজেপি শাসিত একটি রাজ্যে এই ধরনের আলাদা দপ্তর খুবই উল্লেখযোগ্য। মধ্যপ্রদেশ বিধানসভায় এই প্রস্তাব পাস হয়ে গেছে। অনেকে মনে করছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যেও এই দপ্তর তৈরি হতে পারে। এখন দেখার বিষয় এই নতুন দপ্তরের মাধ্যমে মধ্য প্রদেশের মানুষের খুশি আদতে কিছুটা বৃদ্ধি পায় কি না?

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।