ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কৃষি বিল বাতিলের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
কৃষি বিল বাতিলের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ আগরতলায় সারা ভারত কৃষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির বিক্ষোভ মিছিল

আগরতলা (ত্রিপুরা): নতুন কৃষি আইন বাতিল, বিদ্যুৎখাতকে বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা রাজধানী দিল্লিতে গিয়ে বিক্ষোভ করছেন।

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সারা ভারত কৃষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি।

সমিতির ত্রিপুরা রাজ্য কমিটিও আগরতলায় এ দিন একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আগরতলা পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়।

কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, কৃষক শ্রমিক ও সাধারণ জনগণের স্বার্থবিরোধী আইনগুলি প্রত্যাহার করার দাবিতে দিল্লিতে মিছিল সংঘটিত হচ্ছে। আন্দোলনকারীদের মনোবল যোগাতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে সারা ভারত কৃষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর, ২০২০
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।