ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জনগণের ভোগান্তি বাড়াবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জনগণের ভোগান্তি বাড়াবে: রাশিয়া

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

ক্রেমলিন বলেছে, ‘এটা কেবল ইউক্রেনের জনগণের ভোগান্তিই বাড়াবে। ’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ ইউক্রেনের জনগণের ভোগান্তি অনেক বেশি দীর্ঘ করবে।

পুতিনের ঘনিষ্ঠ সহযোগী বলেন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইউক্রেনে যুদ্ধের ক্ষেত্র প্রসারিত করছে। তারা ইউক্রেনে সমরাস্ত্র বৃদ্ধি করছে। বিষয়টি পরিস্থিতির দ্রুত সমাধানে অবদান রাখবে না।

তিনি বলেন, এসব পদক্ষেপ রাশিয়াকে লক্ষ্য অর্জন থেকে দূরে সরাতে পারবে না। প্রকৃত অর্থে ইউক্রেনের জনগণের যতটা ভোগান্তি হতো, এটা আরও বৃদ্ধি করব।

প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রব্যবস্থা। এটি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। গত শতকের আশির দশকে প্রথম এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৯২৮, ডিসেম্বর ২৩, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।