ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শিক্ষকের জন্মদিন উদযাপনের সময় অজ্ঞান ২২ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ৪, ২০২৩
শিক্ষকের জন্মদিন উদযাপনের সময় অজ্ঞান ২২ শিক্ষার্থী ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ দিল্লির একটি স্কুলে বুধবার (৩ মে) একজন শিক্ষকের জন্মদিন উদযাপনের সময় ২২ শিশু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এ তথ্য জানিয়েছে দিল্লির পুলিশ।

পুলিশ আরও জানায়, মেহরাউলির সরকারি স্কুলে এ ঘটনা ঘটে।  অচেতন শিক্ষার্থীদের দ্রুত সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে পৌঁছে অজ্ঞান শিক্ষার্থীদের দ্রুত সাফদরজং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।  

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিয়ো ভেবে শিক্ষার্থীরা পেপার স্প্রে করলে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ০৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।