ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় পুলিশের বৈদ্যুতিক শক দেওয়া বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
অস্ট্রেলিয়ায় পুলিশের বৈদ্যুতিক শক দেওয়া বৃদ্ধার মৃত্যু

অস্ট্রেলিয়ার একটি কেয়ার হোমে পুলিশের বৈদ্যুতিক শক দেওয়া ৯৫ বছর বয়সী নারী মারা গেছেন। খবর বিবিসি।

 

ক্লেয়ার নোল্যান্ড নামে ওই নারী গেল মঙ্গলবার কেয়ার হোমে ছুরি নিয়ে ঘুরছিলেন। পরে পুলিশ তার ওপর বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ব্যবহার করে।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  

বৃদ্ধাকে বৈদ্যুতিক শক দেওয়া পুলিশের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

৩৩ বছর বয়সী এই সিনিয়র কনস্টেবলকে জুলাইয়ের শুরুতে আদালতে যেতে হবে। তদন্ত চলাকালে তিনি সাময়িকভাবে পদচ্যুত থাকবেন।

অস্ট্রেলিয়ার ক্যানবেরার ১১৪ কিলোমিটার দক্ষিণের শহর কুমায় একটি কেয়ার হোমে থাকতেন ওই বৃদ্ধা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।