ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ২০২৪ সালের ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ তারিখ নির্ধারণে পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। খবর রয়টার্সের।

রয়টার্স জানায়, তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়।  

ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছি।

এই প্রথম দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসনের বাসিন্দারা এ নির্বাচনের ভোটে অংশ নেবেন বলেও জানান তিনি। ইউক্রেনের এসব এলাকা এখন রাশিয়ার অন্তর্ভুক্ত।  

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন এ নির্বাচনে লড়বেন কি না, তা আনুষ্ঠানিকভাবে জানাননি।  

সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি'র একজন এজেন্ট ছিলেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হন বলে জানায় বিবিসি।

রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন প্রেসিডেন্ট হিসেবে পরপর তিন মেয়াদে থাকতে পারতেন না। সেজন্য ২০০৮ সালে তিনি চার বছরের জন্য প্রধানমন্ত্রী হন। চার বছর পরে আবার তিনি ফিরে আসেন প্রেসিডেন্ট পদে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।