ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
উত্তর ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহ বলছে, তারা উত্তর ইসরায়েলের হাইফার পূর্বদিকে রামাত ডেভিড বিমানঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় বেসামরিক হতাহতের জবাবে এ হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

 

রোববার ভোররাতে উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বাজতে শুরু করে।

গত বছরের অক্টোবরে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। নিশ্চিত হলে, এটি হবে সেই থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হিজবুল্লাহর চালানো হামলা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবাননের দিক থেকে ১০টি রকেট এসেছিল। এসবের বেশির ভাগই রুখে দেওয়া হয়েছে।  

শনিবার ইসরায়েলি বাহিনী জানায়, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার চেষ্টায় ইসরায়েল দক্ষিণ লেবাননে কয়েকশ বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনী হাইফাসহ উত্তর ইসরায়েলে জমায়েতে বিধিনিষেধ দেয়। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর।  

রোববার ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।