জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভারতীয় বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, তিন থেকে পাঁচজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীকে ওই অঞ্চলে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে খবর পাওয়ার পর থেকেই টানা তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
অনিতা দেবী নামে ৪৮ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানান, যখন বিচ্ছিন্নতাবাদীরা আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি নার্সারিতে তার স্বামীকে বন্দুকের মুখে আটক করেছিল, তিনি ভাগ্যক্রমে রক্ষা পান।
অনিতা বলেন, ওরা আমার স্বামীকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে এবং আমাকেও কাছে যেতে বলে। কিন্তু আমার স্বামী চোখের ইশারায় আমাকে পালাতে বলে। আমি দৌড়ে পালাতে শুরু করি। একজন সন্ত্রাসী আমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি জোরে চিৎকার করি। তখন কাছেই ঘাস কাটছিলেন আরও দু’জন, তারা বিষয়টি লক্ষ্য করেন।
জেলা উন্নয়ন পরিষদের সদস্য করণ কুমার বলেন, রাতভর আমরা প্রায় ২৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছি। বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সান্যাল গ্রামের ওই নার্সারির ভেতরে, স্থানীয়ভাবে ‘ঢক’ নামে পরিচিত এক বেষ্টিত এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে— এমন গোপন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। এলাকাটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা যখন এলাকায় প্রবেশ করেন, তখনই বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে তীব্র গুলিবিনিময় চলে।
অবস্থা মোকাবিলায় দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, শনিবারের কোনো এক সময়ে তারা হয়তো কোনো খাদের পথ ধরে বা নতুন করে খোঁড়া কোনো সুড়ঙ্গ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছে। পুরো এলাকা জুড়ে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমএম