মার্কিন কর্মকর্তাদের চ্যাট গ্রুপে ভুল বশত সাংবাদিককে যুক্ত করায় ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে।
হোয়াইট হাউস সোমবার নিশ্চিত করেছে যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুলবশত একজন সাংবাদিককে একটি গ্রুপ চ্যাটে অন্তর্ভুক্ত করেছিলেন, যেখানে মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল।
‘সিগন্যাল’ মেসেজিং অ্যাপে ওই চ্যাটে আসন্ন সামরিক হামলা সম্পর্কে আলোচনা চলছিল এবং এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও ছিলেন।
‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের সম্পাদক জেফরি গোল্ডবার্গ সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তিনি জানান- প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে এটি সত্য হতে পারে। ওই প্রতিবেদনে তিনি জানান, আমি প্রথমে খুবই সন্দেহ করেছিলাম যে এই টেক্সট গ্রুপটি আসল কিনা, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নেতৃত্ব আসন্ন যুদ্ধ পরিকল্পনা নিয়ে সিগন্যাল-এ যোগাযোগ করবে।
গোল্ডবার্গ সেই গ্রুপ চ্যাটে অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছিল। ১৫ মার্চ, যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিদ্রোহীদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়।
গোল্ডবার্গ লিখেছেন যে তিনি এই হামলার কয়েক ঘণ্টা আগেই গ্রুপ চ্যাটের মাধ্যমে এর খবর জানতে পারেন। প্রথমদিকে তিনি এখনও মনে করছিলেন যে চ্যাট গ্রুপটি ভুয়া হতে পারে, কিন্তু যখন যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশিত হয়, তখন তিনি বুঝতে পারেন এটি সত্য ছিল। এই উপলব্ধিতে পৌঁছানোর পর, যা কয়েক ঘণ্টা আগেও প্রায় অসম্ভব মনে হচ্ছিল, আমি সিগন্যাল গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নেই।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এক সাংবাদিক ভুলবশত এমন একটি গ্রুপ চ্যাটে যুক্ত হয়েছিলেন, যেখানে মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা হুথি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বিষয়টি নিয়ে বিবিসিকে বলেন, প্রকাশিত বার্তা থ্রেডটি আসল বলেই মনে হচ্ছে, তবে আমরা খতিয়ে দেখছি কীভাবে একজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ওই চ্যাটে যুক্ত হলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমএম