ঢাকা, বুধবার, ১১ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর পাঠানো হলো জেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর পাঠানো হলো জেলে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোলুকে গ্রেপ্তারের পর জেলে পাঠানো হয়েছে।

দুর্নীতির অভিযোগে ইমামোলুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইমামোলু। তাকে মেয়রের পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

একরেম ইমামোলু রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। গতকাল রোববার (২৩ মার্চ) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। কয়েকদিন আগে তাকে অটক করা হয়। অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতির অভিযোগ আনা হয়েছে ইমামোলুর বিরুদ্ধে।

অবশ্য একরেম ইমামোলু সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আটক হওয়ার আগে তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আমি কখনো মাথা নত করব না।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।