সিরিয়ার পালমিরা বিমানবন্দর এবং পূর্ব সিরিয়ার হোমস গ্রামে অবস্থিত টি-ফোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। লেবাননের পাশাপাশি এই ধরনের হামলা উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে—ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানের এমন সতর্কবাণীর একদিন পর মঙ্গলবার (২৫ মার্চ) এই হামলা চালানো হয়।
দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আবারও দুটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আল মায়াদিন থেকে খবরটি জানা গেছে। গত ২১ মার্চেও তারা একই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দায় স্বীকার করে।
২৪ মার্চ জেরুজালেম সফরকালে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস সতর্ক করে বলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বিমান হামলা আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলছে।
তার মতে, সামরিক পদক্ষেপ অবশ্যই সমান সমান হতে হবে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলি হামলায় উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিরিয়ায় হামলাকে অপ্রয়োজনীয় উল্লেখ করে কালাস বলেন, সিরিয়া এখন ইসরায়েলে আক্রমণ করছে না। এমন হামলা ইসরায়েলের বিরুদ্ধে চরমপন্থাকে আরও উৎসাহিত করে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করার পর থেকে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী দেশটি দাবি করেছে, সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতে তারা ওইসব হামলা চালিয়েছিল।
যুদ্ধবিরতি জারি থাকার পরও ইসরায়েল লেবাননেও তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ২২ মার্চ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হন। লেবানন থেকে রকেট হামলা চালানো হয় বলে ইসরায়েল দাবি করে।
এ ছাড়া, অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে জাতিসংঘের নজরদারিতে থাকা বাফার জোনে ইসরায়েলি দখলদার বাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ সিরিয়াকে অসামরিকীকরণের আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে হামলা চালানোর অভিযোগ করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমজেএফ