ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত বুধবার গাজার একটি অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী।

তার ছয় মাস বয়সী সন্তান, আরও চার শিশুও এর মধ্যে রয়েছে। খবর আল জাজিরার।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এই নিয়ে ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৭০৪ জন।

গাজা সরকারের তথ্য অফিস হালনাগাদ তথ্যে বলছে, নিহত দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনে। ধ্বংসস্তূপে চাপা পড়া ফিলিস্তিনিদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলা চলছেই। গত মঙ্গলবার ইসরায়েল নাজুক যুদ্ধবিরতি ভেঙে দেয় এবং গাজায় হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে। গাজায় চলতে থাকা মানবেতর পরিস্থিতির আরও অবনতি দেখা গিয়েছে।

উত্তর গাজার বাস্তুচ্যুত লোকেরা সামান্য নিরাপত্তা পাওয়ার আশায় যেকোনো স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার বিভিন্ন আশ্রয় শিবিরে ছুটে বেড়াচ্ছেন।

তারা বেঁচে থাকার জন্য সবচেয়ে মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত। বাস্তুচ্যুত হওয়ার পরিণতি হিসেবে তাদের ক্ষুধা, তৃষ্ণা ও মানসিক আঘাত সহ্য করতে হচ্ছে। এরচেয়েও বড় যে ভয় তাদের তাড়া করে ফিরছে, তা হলো—তাঁবুর মধ্যেই হামলার শিকার হওয়ার আশঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।