গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১৩ জন।
সোমবার (৭ এপ্রিল) এই হামলার পর নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮১০ জনে।
মঙ্গলবার (৮ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যাদের কাছে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। নিরাপত্তা হুমকি এবং অব্যাহত ধ্বংসযজ্ঞের কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা অনেক এলাকায় পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত তারা অন্তত ১ হাজার ৪৪৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত করেছে আরও ৩ হাজার ৬৪৭ জনকে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫০ হাজার ৮১০ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন।
চিকিৎসা ও খাদ্য সংকটে থাকা গাজা উপত্যকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে ২৩ লাখেরও বেশি মানুষ। প্রতিদিনই অসংখ্য শিশুর প্রাণহানি, নারী ও বেসামরিক নাগরিকদের ওপর নির্লজ্জ হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
যদিও বহু আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছে, তবে বাস্তবতায় পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
এমজে/