ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়া ইস্যুতে জেলেনস্কি ছাড় দেবেন না জেনে লন্ডন যাচ্ছেন না রুবিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ক্রিমিয়া ইস্যুতে জেলেনস্কি ছাড় দেবেন না জেনে লন্ডন যাচ্ছেন না রুবিও

যুদ্ধ বন্ধ করতে শান্তি প্রস্তাবের অংশ হিসেবে ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখলকে স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন তা প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে ইউক্রেন। এর পরপরই বুধবার লন্ডনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

 

রুবিওর ওই আলোচনায় ইউক্রেন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার(২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ‘লজিস্টিক্যাল ইস্যুর’ কারণে রুবিও আর বৈঠকে অংশ নেবেন না। তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার জন্য নিযুক্ত বিশেষ দূত, কিথ কেলগ।

গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত সভার ধারাবাহিকতায় এই বৈঠকটি আয়োজিত হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির কর্মকর্তারা একত্রে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা করেছিলেন।

প্রস্তাবিত ওই ফ্রেমওয়ার্কে রাশিয়ার ক্রিমিয়ার ওপর দখল স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা। ২০১৪ সালে দখলকৃত দক্ষিণ ইউক্রেনের এই উপদ্বীপের স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্রের বিগত এক দশকের নীতির পুরোপুরি বিপরীত। এছাড়াও, যুদ্ধের বর্তমান সীমান্ত রেখা ধরে যুদ্ধবিরতি কার্যকর করার পরিকল্পনাও রয়েছে প্রস্তাবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মস্কোর সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত, তবে এমন কোনো চুক্তি মেনে নেওয়া হবে না যাতে ক্রিমিয়ার ওপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয়।

সাংবাদিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই ক্রিমিয়ার দখলকে আইনি স্বীকৃতি দেবে না। এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থী।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ