পাকিস্তান-সমর্থিত হ্যাকার গ্রুপ ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করে উস্কানিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করে। তবে ভারতীয় সাইবার বিশেষজ্ঞদের তৎপরতায় তা ব্যর্থ হয়।
শুক্রবার (২ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
এএনআই সূত্রের বরাত দিয়ে জানানো হয়, 'Cyber Group HOAX1337' ও 'National Cyber Crew' নামের দুটি হ্যাকার গোষ্ঠী আর্মি পাবলিক স্কুল (এপিএস) নাগরোটা ও সুনজুয়ানের ওয়েবসাইটে হামলার চেষ্টা চালায়। তাদের উদ্দেশ্য ছিল সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে নিহত ২৬ জন নিরীহ মানুষের ঘটনাকে কটাক্ষ করে বিতর্কিত বার্তা ছড়ানো।
এর পাশাপাশি, প্রাক্তন সেনাদের জন্য নির্দিষ্ট একটি স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটও টার্গেট করা হয়, যা বিশেষজ্ঞদের মতে, সমাজের দুর্বল ও সংবেদনশীল অংশকে আঘাত করার পরিকল্পনার অংশ।
সেনা ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট এবং বায়ুসেনা ভেটেরান পরিষেবার ওয়েবসাইটও হ্যাকের চেষ্টা চলে বলে জানা গেছে।
এদিকে ভারতের সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে কারণ এরকম হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।
এসআইএস