ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে। এতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিধিবহির্ভূতভাবে গোলাবর্ষণ করেছে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানি বাহিনীর হামলায় তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে।
এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এতে অন্তত আট পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পাকিস্তান তাতে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করে। এরইমধ্যে দেশটি ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।
পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন।
আরএইচ