চীনকে বর্তমানে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। সংস্থাটির শীর্ষ পর্যায়ে নেতৃত্বে আসার পর নতুন কৌশলগত অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
মাইকেল এলিস বলেন, সিআইএ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর চিপ, জৈবপ্রযুক্তি ও ব্যাটারি প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন কোম্পানিগুলোর প্রাধান্য ধরে রাখতে সহায়তা করছে। কারণ এই খাতগুলোয় চীনের দ্রুত অগ্রগতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এক নতুন ও অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, চীনের প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধির কারণে দেশটি এখন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য এক ‘অস্তিত্বগত হুমকি’। সিআইএর নতুন কৌশল এ উদ্বেগেরই প্রতিফলন।
এই পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন এলিস। উদ্ভাবন ও কর্মদক্ষতার ক্ষেত্রে ইলন মাস্কের নেতৃত্বাধীন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে কাজ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
তবে শুধু চীন নয়, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও অন্যান্য প্রতিপক্ষদেরও গুরুতর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে সিআইএ। পাশাপাশি, আন্তর্জাতিক হুমকির মধ্যে মাদক চক্রকে নতুন করে গুরুত্ব দিয়ে দেখছে সংস্থাটি। ফলে মাদকবিরোধী কার্যক্রমেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন এলিস।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, চীনা বিজ্ঞানীরা চীনা কমিউনিস্ট পার্টির আদর্শ অনুসারে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করছেন। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মানব-সদৃশ সাধারণ বুদ্ধিমত্তার (এজিআই) ক্ষেত্রে চীন, যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
এমএইচডি/এমজে