ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৯ মিনিটে) ক্যালিফোর্নিয়ার ফার্নডেল শহরের ১৫৭ কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানিয়েছে। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
তৎক্ষণাৎ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি, এছাড়া কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করেনি কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা বলা হয়েছিল ৬ দশমিক ৮।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এইচএ/