ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন ‘বিধ্বস্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন ‘বিধ্বস্ত’ সংগৃহীত

৩৯ আরোহী নিয়ে জরুরি অবতরণের সময় সাইবেরিয়ায় বিধ্বস্ত হওয়া রাশিয়ার সামরিক প্লেনের সব আরোহী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

ঢাকা: ৩৯ আরোহী নিয়ে জরুরি অবতরণের সময় সাইবেরিয়ায় বিধ্বস্ত হওয়া রাশিয়ার সামরিক প্লেনের সব আরোহী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ‘ইলুসিন আইএল-১৮’ মডেলের একটি এয়ারক্র্যাফ্ট কলসোভো এয়ারপোর্ট থেকে ৩২ জন কর্মকর্তা ও ৭ জন ক্র নিয়ে উড্ডয়ন করে। এয়ারক্র্যাফ্টটি ২৭ কিলোমিটার পথ অতিক্রমের পর বিধ্বস্ত হয়।

তবে প্রাথমিক বিধ্বস্তের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। বিধ্বস্তের ঘটনায় প্লেনটি তিন টুকরো হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬/আপডেট: ১১৪৩ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।