স্থানীয় সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) শিকাগো শহরে তিনি এ ভাষণ দেন।
বারাক ওবামা বলেন, আমরা আমেরিকাকে আরও উন্নত ও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছি।
ভাষণে তিনি জাতিকে ‘গুডবাই’ বলেছেন। তার মানে এই নয় যে অগ্রগতির পরিবর্তন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। যেখানেই থাকবেন দেশের উন্নয়নে এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন সদ্যবিদয়ী ৫৫ বছর বয়সী প্রথম এ মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
আট বছর শাসনামলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন ওবামা।
যুক্তরাষ্ট্রে এখনও বর্ণবৈষম্য আছে উল্লেখ করে ওবামা বলেন, বর্ণবাদের বিরুদ্ধে আমাদের আরও অনেক কিছু করার আছে।
২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রার্থী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বারাক ওবামা শিকাগোতে প্রথম ভাষণ দিয়েছিলেন। আট বছর পর এবার আবেগ তাড়িত কণ্ঠে শেষ ভাষণটি শিকাগো থেকেই দিলেন।
এদিকে, আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। যথাসময়ে ট্রাম্পের কাছে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও জানান ওবামা।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
টিআই