ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোমানিয়ায় নাইটক্লাবে গুলি, আহত ৪১ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
রোমানিয়ায় নাইটক্লাবে গুলি, আহত ৪১ জন হাসপাতালে মানচিত্র

ঢাকা: রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইটক্লাবে গুলির ঘটনায় ৪১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

ইউরোপের এ নাইটক্লাবে কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

তবে হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।