সংবাদমাধ্যমগুলো জানায়, ইংরেজি নববর্ষের প্রথম দিন সোমবার ভ্যাটিকান সিটির সেইন্ট পিটার্স ব্যাসিলিকাতে ঐতিহ্যবাহী ‘ওয়ার্ল্ড ডে অব পিস’ উপলক্ষে আয়োজিত এক গণপ্রার্থনাসভায় পোপ ফ্রান্সিস এই আহবান জানান।
সেইন্ট পিটার্স স্কোয়ারে আয়োজিত এই গণপ্রার্থনাসভায় সমবেত প্রায় ৪০ হাজার মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে পোপ বিশ্বের সব ক্যাথলিক ধর্মমত বিশ্বাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, অভিবাসী ও শরণার্থীদের দুর্দশা ও নিদারুণ কষ্টময় জীবনকে তিনি রোমান ক্যাথলিক চার্চের ঐতিহ্যবাহী ‘বিশ্বশান্তি দিবস’-এর থিম করেছেন।
প্রসঙ্গত, ঐতিহ্যগতভাবেই বছরের প্রথম দিনটিকে রোমান ক্যাথলিক চার্চ বিশ্বশান্তি দিবস হিসেবে পালন করে থাকে।
পোপ তার ভাষণে বলেন, শান্তিলাভের অধিকার প্রত্যেক মানুষের আছে। জীবনে একটুখানি শান্তিলাভের জন্য মানুষ কতো কী না করে! শান্তি ও স্বস্তিলাভের আশায় অসহায় মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে দীর্ঘ, অনিশ্চিত ও বিপজ্জনক যাত্রায় বের হয়ে সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হয়। এমনকি তারা নিজেদের জীবনকে পর্যন্ত ঝুঁকির মুখে ঠেলে দিতে বাধ্য হয়।
শরণার্থীদের প্রতি দরদী আচরণ করার উদাত্ত আহবান জানিয়ে সমবেত ভক্তদের উদ্দেশ্যে পোপ বলেন, ‘‘বিপদগ্রস্ত এই মানুষগুলোর হৃদয়ে এখনো যে আশাটুকু অবশিষ্ট আছে, দয়া করে তা নিভিয়ে দেবেন না। শান্তিলাভের যে আশাটুকু নিয়ে তারা বেঁচে আছে তাকে গলা টিপে মারবেন না। ’’
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস তার সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে ঢাকায় অয়োজিত গণপ্রার্থনাস্থলে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
বাংলাদেশ সময়:২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
জেএম