ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ সুপারসনিক এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
রুশ সুপারসনিক এয়ারক্রাফট বিধ্বস্ত, নিহত ২ সুপারসনিক এয়ারক্রাফট, ছবি: সংগৃহীত

ঢাকা: জরুরি অবতরণের সময় রাশিয়ার টিইউ-২২এস৩ সুপারসনিক এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। এতে দুই ক্রু নিহত এবং আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দেশটির উত্তর-পশ্চিম দিকে তুষারঝড়ের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সুপারসনিক এয়ারক্রাফটে। পরে এটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

তখন অবতরণ করতে গিয়েই এটি বিধ্বস্ত হয়ে যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, প্রশিক্ষণ অনুশীলনের সময় এ এয়ারক্রাফটটিতে ত্রুটি দেখা দেয়। তখন দেশটির ওলেনগরসক সিটির একটি সামরিক বিমানবন্দরে এটি অবতরণের চেষ্টা করা হয়। আর এসময়ই বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এয়ারক্রাফটটি তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই দুই ক্রু নিহত হয়েছেন। আর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এয়ারক্রাফটটি তুষারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আসলেই বিরল ঘটনা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।