ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার পুলিশের তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে ১২ দিনের একটি কন্যা নবজাতক এবং তার মা-সহ একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া গেছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে রাজ্যটির রাজধানী ভোপালের কাছে একটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চারজন হলেন- এক নারী, তার ১২ দিনের কন্যা, ওই নারীর ভাই এবং তাদের মা।

তবে ওই নারীর স্বামী বেঁচে আছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা কীভাবে মারা গেছেন, তা এখনও স্পষ্ট নয়। ভোপালের ৪৫ কিলোমিটার দূরে রায়সেনের বাড়িতে এক নারী এবং তার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। এছাড়া ওই নারীর স্বামীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের সিনিয়র কর্মকর্তা এপি সিং স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখন বিপদমুক্ত। তিনি স্ত্রী, কন্যা, শ্যালক এবং শাশুড়িকে হারিয়ে খুব মর্মাহত। এছাড়া তিনি সুস্থ হলে জানা যেতে পারে কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।