কর্তৃপক্ষ বলছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে গত রোববারের (২৭ জানুয়ারি) পর এখন পর্যন্ত আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে শনিবার (২৬ জানুয়ারি) বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে।
ওই ঘটনায় আশপাশের এলাকায় কাদা পানি জমে থাকায় উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। কাদা ঠেলে কখনো কখনো তাদের সামনে এগিয়ে যেতে বিপত্তিতে পড়তে হচ্ছে। এমনকি কয়েক ঘণ্টার জন্য উদ্ধার অভিযানও স্থগিত রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। অভিযানে ইসরায়েলের শতাধিক সেনাও যোগ দিয়েছেন।
ধসে পড়া খনি ও বাঁধটি ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ভ্যালি’র মালিকানাধীন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
তিন বছর আগে একই অঞ্চলে এ ধরনের অপর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানায় ভ্যালি’র সঙ্গে যৌথভাবে ছিলো বিএইচপি বিলিটন নামে কোম্পানি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জেডএস