ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনের জেরে সহিংসতায় উত্তর প্রদেশে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
নাগরিকত্ব আইনের জেরে সহিংসতায় উত্তর প্রদেশে নিহত ৬

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় ৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

রাজ্য পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বিজনরে ২ জন, সাম্বালে ১ জন, ফিরোবাজাবাদে ১, মেরুতে ১ জন এবং কানপুরে ১ জন নিহত হয়েছেন।

এদিকে উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ওম প্রকাশ সিং দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়নি।

‘পুলিশের পক্ষ থেকে একটা গুলিও ছোড়া হয়নি’, যোগ করেন তিনি।

আরও পড়ুন>> উত্তর প্রদেশে বিক্ষোভে পুলিশের টিয়ার শেল

অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি। যদি গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটে থাকে তবে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই ঘটেছে।

এদিন উত্তর প্রদেশের কমপক্ষে ১৩টি জেলায় জুমার নামাজের পর বিক্ষোভে নামে হাজারো মানুষ।

এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লিতেও জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসম্বের ২০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।