ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তৃণমূল মহাসচিবের ঘনিষ্ঠ অর্পিতা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
তৃণমূল মহাসচিবের ঘনিষ্ঠ অর্পিতা আটক অর্পিতা মুখার্জি

পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী (সাবেক শিক্ষামন্ত্রী) ও তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে আটক করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে তাকে আটক করা হয়।

ইডির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জিকে গ্রেফতারের পর তার ঘনিষ্ঠ অর্পিতাকে আটক করেছে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শুক্রবার (২২ জুলাই) দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি রুপি উদ্ধার করে ইডি। সেখান থেকে ২০টি ফোনও উদ্ধার হয়।

তদন্তকারীদের দাবি, বিপুল অর্থসহ ওই ফ্ল্যাট থেকে স্বর্ণসহ বিদেশি মুদ্রাও পাওয়া গেছে।

শুক্রবার রাতে এক টুইট বার্তা ইডি জানায়, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এই পোস্টের সঙ্গে বিপুল পরিমাণ অর্থ জব্দের কয়েকটি ছবি জুড়ে দেয় সংস্থাটি।

ইডি যে ফ্ল্যাটে অভিযান চালিয়েছে সেটি টালিগঞ্জের কাছে হরিদেবপুরে।

বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।