ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর, সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১০

এটিএন বাংলা
রাত ৬টা ২০মিনিট  ॥ বাংলায় ডাবিংকৃত টিভি সিরিজ : দি লস্ট ওয়ার্ল্ড ॥ রাত ৮টা ॥ ধারাবাহিক নাটক : ছন্নছাড়া (৩৫ পর্ব) ॥  রচনা: নজরুল ইসলাম, পরিচালনা: হাসনাত করিম পিন্টু ॥ অভিনয়ে: হুমায়ুন ফরিদী, চ্যালেঞ্জার, রহমত আলী, তরু মোস্তফা, রুনা খান, তারিক স্বপন, সুজানা, রুপক, উপমা, সুভাশিষ ভৌমিক, ওয়ালী উল হক রুমি, জুয়েল, ইকবাল, দিপু, পুষ্পিতা, তাসমী এবং জাহিদ হাসান ॥

রাত ৮টা ৪০মিনিট ॥ ধারাবাহিক নাটক : পথ জানা নাই (৬ পর্ব) ॥  রচনা: আহমদ জামান চৌধুরী ও  পরিচালনা: সৈয়দ জামিম ॥ অভিনয়ে: হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, প্রভা, মুনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ, তানজিকা, মিঠু, আতাউর রহমান, মাহামুদ সাজ্জাদ, নাফিসা, সাজ্জাদ রেজা, ইমতু এবং  রুমেল প্রমুখ॥ রাত ৯টা ২০মিনিট ॥ ম্যাগাজিন  অনুষ্ঠান : মিজান মেধাবী দেশের মুখ (৬ পর্ব) ॥ উপস্থাপনা: বিপাশা হায়াত ও পরিচালনা: আবুল হায়াত ॥

চ্যানেল আই
দুপুর ১২ টা ৩০মিনিট ॥ সরাসরি : সিটিসেল তারকাকথন ॥ উপস্থাপনা : মৌসুমী বড়–য়া ও ঊর্মিলা ॥  প্রযোজনা :  অনন্যা রুমা॥ বিকেল ৩টা ৫মিনিট ॥ মুক্তিযুদ্ধ প্রতিদিন ॥ উপস্থাপনা :  নাসির উদ্দিন ইউসুফ ও প্রযোজনা : রাজু আলীম ॥ রাত ৭টা ৫০ মিনিট॥  চ্যানেল আই সেরাকণ্ঠ’ ১০-এর ফলাফল পর্ব ॥ অতিথি বিচারক : চিত্রনায়ক ফেরদৌস ॥ প্রধান বিচারক :  রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন ॥ এবার এ দুই গুণী বিচারকের সাথে আরও আছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক ইমন সাহা ॥

রাত ১১টা ৩০মিনিট ॥ ধারাবাহিক নাটক : অল আউট ॥  রচনা : সুমন সরকার ও পরিচালনা :  হাছিবুল ইসলাম মিজান ॥ অভিনয়ে: সিমু, মুক্তি, সুমনা সোমা, লোপা, জয়, জাহিদ হাসান, ডলি জহুর ও আবুল হায়াত ॥

এনটিভি
রাত ৮টা ১৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : মানবজমিন ॥ উপন্যাস :  শীর্ষেন্দু মুখোপাধ্যায় ॥ নাট্যরূপ :  আসাদুল ইসলাম ও মুরাদ পারভেজ ॥ পরিচালনা : মুরাদ পারভেজ ॥  অভিনয়ে : রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, তৌকির আহমেদ, জিতু আহসান, অপূর্ব, সোহানা সাবা, বন্যা মির্জা, তাজিন আহমেদ, আহসান হাবিব নাসিম, কে এস ফিরোজ, গাজী রাকায়েত, ইলোরা গহর, আলিফ চৌধুরী, আফরান নিশো, উত্তম গুহ, তানিয়া হোসেন, সুবর্ণা আসাদ, সহন, ইয়াং মাহমুদ, আহমেদ গিয়াস, বরকত আলী রাজু, মাসুদুল ইসলাম শাওন এবং  খলিলুর রহমান কাদরি প্রমুখ॥

রাত ৯টা ॥ ম্যাগি টেস্ট এন ব্যালেন্স ॥ রাত ৯ টা ৪৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : ধূপছায়া ॥ রচনা ও পরিচালনায় : এজাজ মুন্না॥ রাত ১১ টা ৩০মিনিট ॥ মিউজিক জ্যাম ॥

বাংলাভিশন
রাত ৮ টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : ম্যাডভাই ॥ রচনা: মাসুম রেজা ও  পরিচালনা: কাজী আমিরুল ইসলাম শোভা ॥ অভিনয়ে: জাহিদ হাসান, শামীম জামান, আখম হাসান, আলভী, হোমায়রা হিমু, শিরিন আলম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শাহরিয়ার শুভ এবং  জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ॥ রাত ৯ টা ৫মিনিট ॥ রান্নাবিষয়ক অনুষ্ঠান : এলিট লাচ্ছা সেমাই আমাদের রান্নাঘর ॥ উপস্থাপনা: পারভীন সুলতানা দিতি ॥ অতিথি: অভিনেত্রী ফারজানা ছবি ও রন্ধনশিল্পী শাইনি॥  প্রযোজনা: ফজলুল হক আকাশ ॥

রাত ৯ টা ৪৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : ফিফটি ফিফটি ॥  রচনা ও পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি; অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, পার্থ বড়–য়া, মোশাররফ করিম, আখম হাসান, জয়রাজ, ডাটা এজাজ, ফারুক আহমেদ, মিশু, , তাজিন আহমেদ, মাসুদ আলী খান, মুনিরা মিঠু, অর্পনা, শখ এবং আনিকা প্রমুখ ॥

একুশে টিভি
রাত ৭টা ৫০    মিনিট  ॥ টমি মিয়ার রেসিপি ॥ রাত ৮টা ২০মিনিট ॥ ধারাবাহিক নাটক : গুনীন ॥  উপন্যাস : ড.  আশরাফ সিদ্দিকী ॥  চিত্রনাট্য ও পরিচালনা :  মনীর হোসেন জীবন ॥ অভিনয় : আখম হাসান, ইলোরা গহর, রুবলি চৌধুরী, চাদনী, শামস সুমন, ফকরুল হাসান বৈরাগী, তরু মোস্তফা, সুমন সিদ্দিক, ডটা আশরাফ সিদ্দিকী, আফরোজা হাসান এবং  পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ॥  

রাত ৯টা ৩০মিনিট ॥ ধারাবাহিক নাটক : ললিতা ॥ মূল গল্প : আব্দুস সালাম ॥ রচনা ও পরিচালনা: জুয়েল মাহমুদ ॥ অভিনয় :  সুমাইয়া শিমু, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিরিন আলম, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, ইলোরা গহর, প্রাণরায়, আঁকা, মৌনতা, নাসিমা খান, কাজী আনিস, মিশা সওদাগর, জয়রাজ এবং  মুন্নি সহ অনেকে॥ রাত ১০টা ১০মিনিট ॥ টকশো : ও বন্ধু আমার ॥  উপস্থাপনা:  তাজিন আহমেদ ॥

দেশ টিভি
রাত  ৭ টা ৪৫ মিনিট ॥ হঠাৎ  একদিন ॥ পরিকল্পনা :  শ্রিয়া সর্বজয়া ও  পরিচালনা :  যুবরাজ খান ॥ একজন তারকা লেখক, কবি, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সাংবাদিক, উদ্ভাবক, বিজ্ঞানী- এদের সঙ্গে গোটা একটা দিন পার করা হবে । দিনটা হবে তাদের অবসরের দিন ।

  তবে আর দশটি সাধারণ অবসরের দিনের মত না হয়ে এটি হবে মূলত ওই তারকার ‘বিশেষ’ একটি অবসরের দিন।   সঙ্গে থাকবে ক্যামেরা।   বিখ্যাত মানুষটির সাথে সারাদিন কাটানোর ফাঁকে ফাঁকে তার কাছ থেকে জানা যাবে তার জীবনের বিভিন্ন গল্প, যেমন, ক্যারিয়ারের কঠিনতম দিনগুলো পার করার চমকপ্রদ গল্প, প্রথম কবে উপলব্ধি করলেন যে তিনি বিখ্যাত হয়ে গেছেন, খ্যাতি তার জীবনে কী কী পরিবর্তন এনে দিল, কতটুকু বদলে গেল জীবন, ইত্যাদি ইত্যাদি।   মোট কথা, জনতার প থেকে তার কাছে তার জীবনের সবকিছু জানতে চাওয়া হবে একজন বন্ধুর মতো ॥

রাত ৮টা ১৫মিনিট ॥ ধারাবাহিক নাটক : সীমান্ত ॥  রচনা ও পরিচালনায় :  বদরুল আনাম সৌদ ॥  অভিনয় :  সুবর্ণা মুস্তাফা, সাবেরী আলম, মামুনুর রশীদ, শামস সুমন, জিতু আহসান, ইন্তেখাব দিনার, এবং  বন্যা মির্জা প্রমুখ ॥ রাত ৯  টা ৪৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : খোঁয়াড় ॥ রচনা : হাফিজ রেদু ও পরিচালনা : বিক্রম খান ॥ অভিনয়ে : আমিরুল হক চৌধুরী, আফরোজা বানু, চ্যালেঞ্জার, শিরিন আলম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, আখম হাসান, নাজনীন চুমকী, বিনয় ভদ্রসহ আরো অনেকে ॥

রাত ১০ টা ৩০ মিনিট ॥  মেগা ধারাবাহিক: ভজকট ॥  রচনা :  মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম পল্টু ॥ পরিচালনা :  রাজু খান ও এ কে আজাদ ॥ অভিনয় : আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান জর্জ, সারা যাকের, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকি, বন্যা মির্জা, হুমায়রা হিমু, স্বাগতা, মাহামুদুল ইসলাম মিঠু, অশোক বেপারী, জয়রাজ, অয়ন চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসেন, সাহানা সুমি, অবিদ রেহান, কাজী রাজু এবং  তারিক স্বপনসহ আরো অনেকে ॥

বাংলাদেশ স্থানীয় সময় ২১৫০, সেপ্টেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।