ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

গডফাদারের বাড়ি নিলামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, ডিসেম্বর ৬, ২০১০

পরিচালক ফান্সিস ফর্ড ক্যাপোলা হয়তো কখনও কল্পনাও করেননি যে তার ‘গডফাদার’ ছবিটিতে মারলন ব্র্যান্ডোর ব্যবহৃত বাড়িটি একদিন নিলামে উঠবে। কিন্তু তাই যেন ছিল ললাট লিখন।



বাড়িটির দাম উঠেছে প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার। নিউ ইয়র্কের এই বাড়ির প্রবীণ মালিকটির মৃত্যু হয়েছে গত মাসে। এই বাড়িটিতেই শুটিং হয়েছিল ‘গডফাদার’ সিরিজের প্রথম ছবিটির অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যের।

বাড়িটির পাশে থাকেন ইলাইন অ্যালবার্ট। ব্রিটেনের এক ওয়েবসাইটকে বলেন, ‘আমি এখনো বেশ মনে করতে পারি, বাড়িটির পেছনের অংশে বিয়ের শুটিং হয়েছিল। ঘটনাটি সবাই জানেন। অনেক পর্যটক আসেন বাড়িটি দেখতে। তারা মজা করেন, ছবি তুলেন। ’

সাত হাজার বর্গমিটারের ওপর নির্মিত এই বাড়িতে রয়েছে একটি সুইমিং পুল। চারটি গাড়ি রাখার মতো গ্যারেজও আছে বাড়িটিতে।

মারিও পুজোর ‘গডফাদার’ উপন্যাসটিকে ভিত্তি করে ১৯৭২ সালে আমেরিকায় নির্মিত হয় ছবিটি। অস্কার পেয়েছিল তিনটি। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের দৃষ্টিতে চলচ্চিত্রের একশ বছরের ইতিহাসে ১০০টি ছবির ভিতর ‘গডফারের’ অবস্থান তৃতীয় স্থানে।

বাংলাদেশ স্থানীয় সময় ০০২০, ডিসেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।