ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

রাওলিংকে নিয়ে ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, ফেব্রুয়ারি ১৯, ২০১১

যে মানুষটির লেখা গল্প নিয়ে এত আলোড়ন-সৃষ্টিকারী ছবি হয়েছে এখন তাকে নিয়ে তৈরি হবে ছবি। তিনি হলেন হ্যারি পটারের লেখক জে. কে রওলিং।



‘স্ট্রেঞ্জ ম্যাজিক’ শিরোনামের ছবিটিতে ব্রিটেনে শুরু হওয়া লেখকের বাল্যজীবন থেকে শুরু করে ‘হ্যারি পটার’ লেখার অভিজ্ঞতা পর্যন্ত জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। খবর : কন্টাক্টমিউজিক.কম

একবার ট্রেনে ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে আসার পথে রাওলিংয়ের মাথায় ‘হ্যারি পটার’-এর ভাবনা আসে। তারপর এডেনবার্গে বসে তিনি লেখেন হ্যারি পটারের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার’স স্টোন’।

‘উইদাউট অ্যা ট্রেস’-খ্যাতি অভিনেত্রী পপি মন্টগোমারিকে দেখা যাবে রাওলিংয়ের চরিত্রে। তবে ছবিটির পরিচালক কে হবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময় ২২২০, ফেব্রুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।