ভাষাসৈনিক ড. সাইদ হায়দার বলেছেন, রাষ্ট্রভাষার সংগ্রাম শেষ হয়েছে। কিন্তু ভাষার সংগ্রাম শেষ হয়ে যায়নি।
২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘আমার চলচ্চিত্র ১৪১৭’-র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে টিএসসি অডিটোরিয়ামে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
ড. হায়দার বলেন, পরিভাষার নামে বাংলা ভাষায় উচ্চশিক্ষা চলবে না, বিজ্ঞান শিক্ষা চলবে না--এমন কথা বলা যাবে না।
এ সময় তিনি শিক্ষার সর্বস্তরে বাংলাভাষা চালুর আহ্বান জানান।
শিক্ষার্থীদের ভাষার মর্যাদা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বস্তরে প্রমিত বাংলা চালু করতে হবে। শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলতে হবে। শুদ্ধ করে বাংলা লিখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, চীনারা যেভাবে তাদের ভাষার সঙ্গে অন্য ভাষার মিশ্রণ নিষিদ্ধ করেছে, সেভাবে বাংলা ভাষার সঙ্গেও অন্য ভাষার মিশ্রণ বন্ধ করতে হবে।
এ সময় তিনি বিভিন্ন মাধ্যমে বাংলা ভাষার বিকৃত ব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার আহ্বান জানান।
চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চারটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
বাংলাদেশ সময় ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১১