ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

এ কেমন বেহায়াপনা !

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মার্চ ১০, ২০১১

আরওয়াইএমবি (দ্য রিপাবলিক অব ইয়ং মিউজিশিয়ানস বাংলাদেশ)-এর আয়োজনে গত ৯ মার্চ বুধবার মাওয়ার পদ্মা রিসোর্টে ছিল বনভোজন। রাজধানীর মগবাজার থেকে পদ্মাপাড়ের উদ্দেশ্যে পর পর তিনটি বাস ছাড়া হয়।

শেষ বাসে অন্য অনেকের মধ্যে যাত্রী ছিলেন সম্প্রতি চলচ্চিত্রে নাম লেখানো আরজে নীরব, গায়ক ও গীতিকার শফিক তুহিন এবং নবীণ গায়িকা আর্নিকা। তাদের দৃষ্টিকটু ও অশালীন আচরণে বিরক্ত হয়েছেন বাসের অন্যসব যাত্রীরা।

বাসে অনেক সিট খালি থাকা স্বত্বেও দুজনের সিটে চাপাচাপি করে বসেন নীরব, শফিক তুহিন ও আর্নিকা। মগবাজার থেকে বাস ছাড়ার খানিকক্ষণ পরেই টিনএজ গায়িকা আর্নিকা সিট ছেড়ে আরজে নীরবের কোলে উঠে বসেন। পুরো পথ আর্নিকা নীরবের কোলের উপরই বসা ছিলেন। বাসে যে সপরিবারে অনেকে এসেছেন বা সিনিয়ররাও আছেন সেদিকে তাদের কারোই কোনো খেয়াল ছিল না। নীরব, শফিক তুহিন ও আর্নিকা উচ্চস্বরে নানারকম খিস্তিখেউড়ে বিব্রত হয়েছেন অনেকেই।

বাংলাদেশ সময় ১৬৫০, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।