ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নজরুল জন্মজয়ন্তীর বিশেষ টিভি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মে ২৪, ২০১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের সব টিভি চ্যানেলই প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এইসব অনুষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত কয়েকটির অনুষ্ঠান উল্লেখ করা হলো।



এটিএন বাংলা

বিশেষ নাটক : রাক্ষসী
সকাল ১১টা ১৫ মিনিট ॥ বিশেষ নাটক ‘রাক্ষসী’। কাজী আবু জাফর সিদ্দিকীর নাট্যরূপে এটি পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল। অভিনয় করেছেন আহমেদ রুবেল, অরুণা বিশ্বাস, এস এম মহসীন প্রমূখ।

টেলিফিল্ম : ঝিলিমিলি
রাত ৮টা ॥ কাজী নজরুল ইসলামের প্রথম বেতার নাটক ঝিলমিল অবলম্বনে নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘ঝিলমিল’॥ আবুল হায়াতের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্মে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শিরিন আলম, নাদিয়া আহমেদ, মিল্টন, এ বি সিদ্দিক প্রমুখ ।

চ্যানেল আই

সরাসরি সম্প্রচার : নজরুল মেলা
সকাল ১১টা ১০ মিনিট ॥ রবি-চ্যানেল আই নজরুল মেলা তেজগাঁও চ্যানেল আই কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মেলার উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ নাটক : তুমি মোরে ভুলিয়াছ

রাত ৭টা ৫০ মিনিট ॥  নজরুলের কবিতা থেকে নির্মিত বিশেষ নাটক ‘তুমি মোরে ভুলিয়াছ। ’ চিত্রনাট্য- ফারজানা আফরীন রূপা। নাটকটি পরিচালনা করেছেন তাহের শিপন। এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, লাক্স-চ্যানেল আই সুপারস্টার উর্মিলা, তন্ময়, আবুল হায়াত প্রমুখ।

এনটিভি

আলেখ্যানুষ্ঠান : চির বিদ্রোহী বীর
সকাল ১১টা ॥ ২৫ মে বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘চির বিদ্রোহী বীর’॥ নজরুলের জীবনে, যাপনে বিদ্রোহের চেতনা ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিল। বাঙালির স্বাধিকার আন্দোলনে নজরুলের বিদ্রোহী চেতনার অনুসন্ধান করা হবে এই অনুষ্ঠানে ॥ জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় ও তানভীর আহমেদ সিডনীর গ্রন্থনায় অনুষ্ঠানে আলোচনা করেছেন কবি মুহাম্মদ নুরুল হুদা, ড. রশীদ হায়দার, অধ্যাপক রফিকুল্লাহ খান, খালেকুজ্জামান।

সরাসরি সম্প্রচারজাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদ্যাপন
সকাল ১১টা ৩০ মিনিট ॥ ২৫ মে বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এনটিভিতে সকাল এগারোটা ৩০ মিনিটে প্রচারিত হবে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে।

বিশেষ নাটক : মেজবউ’
দুপুর ১২টা ১০ মিনিট ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেজবউ’। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষূধা উপন্যাসের একটি অংশ থেকে নাটকটির নাট্যরূপ করা হয়েছে। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত ॥ অভিনয়ে বিপাশা হায়াত, সজল, দিপান্বিতা আইচ ও আবুল হায়াত।

বিশেষ নাটক : কাজরি
রাত ৯টা ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কাজরি’ ॥ জাতীয় কবি’র গল্প অবলম্বনে ফেরদৌস হাসানের নাট্যরূপ ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আশরাফ, সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ।

আরটিভি

বিশেষ অনুষ্ঠান : প্রলয়োল্লাস
 
সন্ধ্যা ৬টা ॥ নজরুল বিষয়ক আলেখ্যানুষ্ঠান ‘প্রলয়োল্লাস’ ॥অনুষ্ঠানে আবৃত্তি করবেন ভাস্বর বন্দোপাধ্যায়. ইকবাল খোরশেদ লায়লা তারামনুন চৌধুরী কাকলী, বুলবুল মহলানবীশ। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি নজরুল জন্ম জয়ন্তিতে ২৫ মে বুধবার সন্ধ্যে ৬ টায় প্রচারিত হবে।

বিশেষ নাটক : কেন এলে অবেলায়

রাত ৯টা ॥ আরটিভির নজরুল জন্মজয়ন্তীর বিশেষ নাটক ‘কেন এলে অবেলায়’ ॥ নাটকে নজরুল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম।

একুশে টিভি

বিশেষ নাটক : নীলকন্ঠী

রাত ৯টা ॥  কাজী নজরুলের ছোটগল্প অবলম্বনে একুশে টিভির নাটক ‘নীলকন্ঠী’ ॥ আশরাফী মিঠু পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন সজল, মোনালিসা এবং আরো অনেকে।


বাংলাভিশন

বিশেষ নাটক : বেগম
রাত ৯টা ০৫ মিনিট ॥বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘স্বামীহারা’ গল্প অবলম্বনে সাঈদ তারেকের নাট্যরূপ ও কমল চাকমা’র পরিচালনায় বিশেষ নাটক ‘বেগম’॥ নজরুলের বেগম চরিত্রে সোহানা সাবা এবং তার বিপরীতে রয়েছেন সজল। আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নারগিস, ফখরুল হাসান বৈরাগী, আমিন আজাদ প্রমুখ।

বৈশাখী টিভি

বিশেষ নাটক : শিল্পী

রাত ৮টা ৪৫ মিনিট ॥ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বিশেষ নাটক `শিল্পী`। গোবিন্দ রায় সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শানারেই শানু, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।


বাংলাদেশ সময় ১২১৫, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।