সিলেট: জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের জেলা সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।
শনিবার জেলা স্টেডিয়ামের ইনডোর হলে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
মেলায় ২৫ টি স্টলে কৃষিপণ্য, দেশীয় ফলমূল, বাদ্যযন্ত্র, মনিপুরী তাঁত ও বস্ত্র শিল্প প্রদর্শন করা হচ্ছে। আগামী ৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।
প্রতিদিন বিকেলে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন গান, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করবে ।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল হান্নান, উদিচী শিল্পী গোষ্ঠী, সিলেটের সভাপতি কবি এ কে শেরাম প্রমুখ।
দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হলে দেশীয় সংস্কৃতি চর্চা করা প্রয়োজন বলে বক্তারা মন্তব্য করেন। মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হবে বলে বক্তারা জানান।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১১