‘অসাধারণ দরদ কণ্ঠ, যা সহজেই মনকে আবেগায়িত করে তুলে’ বিচারকরা এভাবেই স্কুটির কণ্ঠের প্রশংসা করেছিলেন। দর্শকদের মধ্যে অনেকেই আবার জোশ টানারের কণ্ঠের সঙ্গেও স্কুটি ম্যাকক্রেরির মন ভোলানো কণ্ঠের তুলনা করেছেন।
রিয়েলিটি শো আমেরিকান আইডলে এবার অন্যবারের তুলনায় রেকর্ড পরিমাণ ভোট পড়েছিল, যার পরিমান প্রায় ১২২.৪ মিলিয়ন। দুই ঘন্টার এই আমেরিকান আইডল ফিনালে অনুষ্ঠানে বিখ্যাত তারকারাও শীর্ষ ১৩ প্রতিযোগীর সাথে আলাদা ও যুগলভাবে পারফর্ম করেন। লেডি গাগা, কেরি আন্ডারউড, জ্যাকব লাস্ক, কেসি আব্রামস্ ও মার্ক এ্যান্থনিসহ আরো অনেকেই এতে সামিল ছিলেন।
আমেরিকান আইডল প্রতিযোগিতায় ১ লক্ষ ২৫ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। সবাইকে পেছনে ফেলে আমেরিকান আইডল হলেন স্কুটি ম্যাকক্রেরি। সবাই বলাবলি করছেন এই ছেলে যাবে আরো বহুদূর।
বাংলাদেশ সময় ১৯৫৫, মে ২৮, ২০১১