ঢাকা: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন পপসম্রাট আজম খানের অবস্থা আগের চেয়ে ভাল। নাকে-মুখে নল থাকায় তিনি সবার সঙ্গে ইশারা-ইঙ্গিতে কথা বলছেন।
আযম খান সম্পর্কে বাংলানিউজকে তথ্য দিয়েছেন তার মেয়ে ইমা খান।
এর আগে শনিবার রাত থেকেই আজম খানের শরীরে রক্ত দেওয়া শুরু করেন চিকিৎসকরা। তার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণেই রক্ত দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজম খানের মেয়ে ইমা খান বাংলানিউজকে জানান ৩/৪ ঘণ্টার মধ্যেই রক্ত (ও পজিটিভ) দিতে হবে।
এর আগে শনিবার দুপুরে গঠিত ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড দীর্ঘ বৈঠক শেষে বিকেল পাঁচটায় আজম খানকে সিসিইউ থেকে আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আইসিউতে নিয়ে আর এক দফা পরীক্ষায় তার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
শিল্পীর মেয়ে ইমা খান রক্ত দেওয়ার ব্যাপারে বাংলানিউজের মাধ্যমে সকলের সহযোগিতা চান।
এতে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন অনেকেই। রাতেই তার শরীরে রক্ত দেওয়া শুরু করেন চিকিৎসকরা।
এর আগে শুক্রবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গেলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘন্টা, মে ২৯, ২০১১