বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে দুই বাংলার চলচ্চিত্র তারকাদের নিয়ে এক উৎসবের আয়োজন করা হচ্ছে। এতে বাংলাদেশ ও পশ্চিম বাংলার চলচ্চিত্র তারকারা একই মঞ্চে মিলিত হবেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির পক্ষে এ আয়োজনের প্রধান দায়িত্ব পালন করছেন সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক ফেরদৌস। এ সম্পর্কে তিনি জানান, দুই বাংলার চলচ্চিত্র শিল্পীদের নিয়ে এক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কলকাতার শিল্পীদের সঙ্গে তিনি প্রাথমিক কথাবার্তা বলেছেন। ওপার বাংলার শিল্পীরাও এ ধরণের একটি উৎসবে অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছেন। কলকাতার শিল্পীদের মধ্যে মিঠুন, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রাইমা সেন, রিয়া সেন, কোয়েল মল্লিক, জিৎ, দেব, স্বস্তিকা, প্রিয়াঙ্কা ত্রিবেদীসহ আরো অনেককেই এ উৎসবে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ফেরদৌস।
শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, এই আয়োজনের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়াম হলো প্রথম পছন্দ। অন্যথায় মিরপুর স্টেডিয়াম বা আর্মি স্টেডিয়ামে এ উৎসব আয়োজন করা হবে। এই উৎসব থেকে অর্জিত টাকা শিল্পী সমিতির পক্ষ থেকে দুঃস্থ শিল্পীদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় ০১৫৫, জুন ২৬, ২০১১